যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের ছুরিকাঘাতে নবম শ্রেণির এক স্কুল ছাত্র খুন হয়েছে।গতকাল রবিবার রাত প্রায় সোয়া ৯টার দিকে এনায়েতপুর ঈদঁগাহ মাঠে ঘটনাটি ঘটে।নিহত রাকিবুল হোসেন (১৬) এনায়েতপুর গ্রামের পূর্ব পাড়ার মালয়েশিয়া প্রবাসি হাফিজুল
রহমানের ছেলে ও হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
নিহতের চাচাতো ভাই পারভেজ জানান,রবিবার রাত সোয়া ৯ টার দিকে রফিকুলের বাড়ির সামনে বসে বন্ধু মিলে মোবাইলে গেম খেলছিল।এ সময় শরিফুল ইসলামের ছেলে সোহান সেখানে আসে ও হাতাহাতির ঘটনা ঘটে।এক পর্যায়ে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।এলাকার স্থানীয় লোকজন উদ্ধার করে যশোর ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দেলোয়ার হোসেন জানান,রাকিবকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।রাকিবের বুকের ডান পাশে ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম মুঠোফোনে বলেন,গেম খেলা নিয়ে সমবয়সী দুজনের মধ্যে ঝামেলা হয় ।এক পর্যায়ে সোহান নামের এক তরুণ রাকিবের পেটে ছুরি ঢুকিয়ে দেন। অতিরিক্ত রক্ত ক্ষরণের কারনে রাকিবের মৃত্যু হয়। অভিযুক্ত সোহান একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে। এ ঘটনায় মামলা হবে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তোহিদুল ইসলাম বলেন,প্রাথমিকভাবে জানা গেছে,মোবাইল ফোনে এ্যাপস এর গেম খেলা নিয়ে সমবয়সী দুজনের মধ্যে বাকবিতন্ড হলে এ হত্যা কান্ডের ঘটনা ঘটেছে।অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply