যশোর শার্শা উপজেলার ধলাদাহ গ্রামের সাকিব হোসেন (১৬) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। আজ সকালে এলাকার একটি ইট ভাটার পাশ তার মরদেহ উদ্ধার করা হয়।সে পেশায় একজন ইজিবাইক চালক। নিহত পরিবারের পক্ষে ও পুলিশ সুত্রে জানা যায়,গতকাল দুপুরে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর রাতে আর ফিরে আসেনি।রাতে অনেক খোঁজখবর নেওয়ার পর সন্ধান মেলেনি।আজ সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাকিব হোসেন ঝিকরগাছা উপজেলার পুরোন্দপুর গ্রামের শাকিল হোসেনের পুত্র।পারিবারিক কলহের কারনে সাকিব তার নানা আকবর আলীর বাড়িতে থাকতো।
এলাকাবাসির ধারণা সাকিবের কাছ থেকে ইজিবাইক ছিনতাই করে তাকে এলোপাথাড়ি মারধোর করে ফেলে রেখে ইজিবাইক নিয়ে চলে যায়।সাকিবের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে।সকালে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে এলাবাসী পুলিশকে খবর দেয়।পুলিশ এসে দেখে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
নাভারণ সার্কেল সিনিয়র এসপি জুয়েল ইমরান জানান,সংবাদ পেয়ে ঘটনাস্থলে পরিদর্শণ করে মরদেহ উদ্ধার করে যশোর মর্গে পাঠানো হয়।এ রিপোর্ট লেখা পযর্ন্ত থানায় কোন মামলা হয়নি বলে পরিবারের পক্ষ থেকে জানা যায়।
Leave a Reply