সর্বাত্মক লকডাউন হলেও নানা অজুহাতে ঘরের বাইরে বের হচ্ছে সাধারণ মানুষ। বিশেষ করে কাঁচা ও মাছবাজারে মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। বাজারগুলোতে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধিও।
সকাল নয়টার পর থেকেই সাধারণ মানুষকে রাস্তায় বের হতে দেখা যায়। তবে স্বাভাবিক দিনের তুলনায় তা অনেক কম। মানুষজন বিচ্ছিন্নভাবে ছুটছেন নিত্যপ্রয়োজনীয় বাজারের দিকে। যশোরের বড়বাজারে গিয়ে দেখা যায় ঠাসাঠাসি করে মানুষজন পণ্য কিনছেন। এসময় ক্রেতা-বিক্রেতার অনেকের মুখে মাস্কের দেখাও মেলেনি।
বিক্রতাদের দাবি, গরমের কারণে মাস্ক রাখতে পারছেন না। তবে এখন থেকে মাস্ক পরেই পণ্য বিক্রি করবেন।
ক্রেতাদের দাবি, নিতান্ত প্রয়োজনেই তারা ঘরের বাইরে এসেছেন। সালাম নামে এক ক্রেতা বলেন, ‘মনে করেছিলাম ভীড় কম হবে। কিন্তু বাজারে এসে ঠাসাঠাসি করে পণ্য কিনতে হয়েছে। অনেকে আবার মাস্ক পরে আসেনি। বিক্রেতারাও অনেকে মাস্ক পরেনি। তবে সবার সচেতন হওয়া জরুরি বলে আমি মনে করি।
Leave a Reply