যশোর অতিরিক্ত পুলিশ সুপার তোহিদুল ইসলাম জানান,ভোর রাতে শহরের চারখাম্বার মোড়ে আসেন আজিম ফকির।এ সময় তিনি ইট মেরে শেখ রাসেলের ভাস্কর্য লক্ষ্য করে ইট ছোড়ে।এতে ভাস্কর্যের কাঁচ ভেঙ্গে যায়।ভাস্কর্যের অদূরে থাকা দায়িত্ব প্রাপ্ত পুলিশ সদস্যদের নজরে আসে এবং তারা ঐ সময়ে আজিম ফকিরকে আটক করে। তিনি আরো জানান,এর আগেও আজিম ফকির মাদক মামলায় জেল খেটেছেন।ফলে বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।কারণ উদঘাটন সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply