মণিরামপুরে গলায় গামছা পেঁচিয়ে তিতাস বিশ্বাস (১৬) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে মণিরামপুর উপজেলার কুচলিয়া গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত স্কুলছাত্রের পিতা মুকুন্দ বিশ্বাস বলেন, বাবা-মার বিচ্ছেদ হওয়ায় ১০ বছর আগ ধরে সে মা বীনা মল্লিকের সাথে কুচলিয়ায় নানা রতন মল্লিকের বাড়িতে থাকত। তিতাস কুচলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় ইউপি সদস্য প্রণব বিশ্বাস বলেন, ছেলেটি তার মায়ের খুব আদরের ছিল। মায়ের উপর অভিমান করে মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের পুকুর পাড়ে গাব গাছের সাথে নিজের গামছা জড়িয়ে সে ফাঁস দেয়।
পরে খবর পেয়ে স্বজনরা তার লাশ নামিয়ে আনে। মণিরামপুর থানার ডিউটি অফিসার এএসআই সোহেল রানা পারভেজ বলেন, সন্ধ্যা ছয়টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Leave a Reply