যশোর মনিরামপুরের একটি মন্দির থেকে ১০ জোড়া শাঁখাসহ স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ উঠেছে।শনিবার গভীর রাতে উপজেলার দূর্বাডাঙ্গার কাজীপাড়া মহাশ্লশান তারাপীঠ কালি মন্দিরে এ চুরির ঘটনা ঘটে।
থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করার পর গতকাল মনিরামপর থানার ওসি রফিকুল ইসলাম এবং নেহালপুর ফাঁড়ির ইনচার্জ আতিকুজ্জামান ঘটাস্থল পরিদর্শন করেন।
স্থানীয়দের ধারণা মাদকাসক্ত বখাটে যুবকেরা রাতের আধারে চুরি করতে পারে।এ ঘটনায় অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে।তারা কালি মন্দির কমিটির সভাপতি রঘু জানান,মন্দিরে আমাবর্ষ্যা ও পূর্ণিমায় কালি পুজায় সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি মুসলিম সন্প্রদায়ের লোকজনও সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
পুরোহিত সত্য আচার্য জানান,প্রতিদিনের মতো গতকাল সকাল ১০ টার দিকে দুইজন সহযোগীকে নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করেই দেখেন প্রতিমার চারটি হাত ভাঙ্গা হাতে থাকা১০জোড়া শাঁখা ও কপালে থাকা সোনার টিপ ও টিকলি নেই।
পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম রাহা জানান, এই মন্দিরের থেকে এর আগেও কয়েকবার চুরির ঘটনা ঘটেছে।
মনিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান,ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।এ ঘটনায় থানায় মামলা হয়েছে।জড়িতদের সনাক্ত করে অবিলম্বে গ্রেফতার করা হবে।
Leave a Reply