যশোর মণিরামপুরে ট্রলিচাপায় আনিসুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২ আগস্ট) বিকেলে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আনিসুল ইসলাম মণিরামপুর উপজেলার গয়েশপুর গ্রামের মোসলেম বিশ্বাসের ছেলে।
নিহতের স্ত্রী চায়না খাতুন বলেন, ‘সোমবার দুপুর ১২টার দিকে মণিরামপুর বাজারের গাংড়া মোড়ে বাইসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন আমার স্বামী। হঠাৎ একটি ট্রলি এসে তাকে ধাক্কা দিলে সাইকেল নিয়ে তিনি পড়ে যান। তখন ট্রলির চাকা তার পেটের ওপর উঠে যায়। দ্রুত তাকে মণিরামপুর হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। সেখানে তিনি মারা যান।’
মণিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।
Leave a Reply