যশোর মনিরামপুরের দেবী টিকাদারের হত্যার রহস্য উন্মোচন করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা পুলিশ।হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত আসামী মনিরামপুর থানার লেবুগাতী গ্রামের রাজবংশীপাড়ার শ্রী বিজন বিশ্বাসের ছেলে শ্রী পাচু বিশ্বাস (৩৫)।
গতকাল বিকেলে যশোর সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান,পুলিশ সুপার জনাব প্রলয় কমার জোয়ারদারবিপিএম(বার)পিপিএম পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়াদার বিপি এম (বার) পিপিএম জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সোমেন দাশের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মফিজুল ইসলাম পাপি এম এর সমন্বয়ে একটি চৌকস দল গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাত আনুমানিক ১০ টার দিকে খুলনা ডুমুরিয়া থানাধীন শোলগাতীয়া গ্রামে অভিযান চালিয়ে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে আসামী পাচু বিশ্বাসকে আটক করা হয়।
গ্রেফতারের পর তার স্বীকারোক্তি অনুযায়ী একটি বার্মিজ চাকু এবং হত্যাকান্ডের সাথে জড়িত একটি মোবাইল সেট উদ্ধার করা হয়।
গত ০৩ এপ্রিল শনিবার রাত ৮টার দিকে কে বা কাহারা দেবী টিকাদারকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়।অনেক খোঁজাখুঁজি করে সন্ধান না পাওয়ায় পরিবারের লোকজন ও স্বজনেরা হতাশার মধ্যে ছিলেন।এক পর্যায়ে ০৫এপ্রিল সোমবার সকাল ০৯ টার দিকে মুকুন্দ সরকারের স্ত্রী পুকুর পাড়ে আম কুড়াতে যেয়ে দেবী সরকারের মৃত দেহ দেখতে পায়।কে বা কারা দেবী টিকাদারকে গলায়,বুকে ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আঘাত করে হত্যা করে ফেলে রেখে চলে যায়।
এ ঘটনা সংক্রান্তে দেবী টিকাদারের স্বামী পীযুস টিকাদার বাদী হয়ে মনিরামপুর থানায় লিখিত অভিযোগ করেন।মামলা নং- 0২।তারিখ ০৫/০৪/২০২১ইং।ধারা – ৩০২/৩৪ পেনাল কোড রুজু করা হয়।দেবী টিকাদার মনিরামপুর থানার কুচলিয়া গ্রামের পীযুস টিকাদারের স্ত্রী।
Leave a Reply