গতকাল বিকেলে নীলগঞ্জ থেকে দড়াটানা ব্রিজের পশ্চিম পাশে ভৈরবের অংশ পরিদর্শনকালে এ আহবান জানানো হয়।
ওই সময় হ্যান্ডমাইকে বলা হয় নদী দূষণ আইনত দণ্ডনীয় অপরাধ। যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান ভৈরব নদ দূষণের সাথে জড়িত, তাদের নিজ দায়িত্বে আগামী ৩০ আগস্টের মধ্যে নদটি দূষণমুক্ত করার জন্য অনুরোধ করা হলো। বিশেষ করে ভৈরব নদের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কোনো সোয়ারেজ লাইন সংযোগ থাকলে তা অনতিবিলম্বে বন্ধ করতে হবে। সেই সাথে ময়লা ফেলা যাবে না। এগুলো করা থেকে বিরত না থাকলে আগামী ১ সেপ্টেম্বর থেকে আইনগত ব্যবস্থা নেয়ার হুঁসিয়ারি দেন।
পরিদর্শন করেন যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তাওহীদুল ইসলাম, জেলা পরিবেশ অধিদফতরের উপপরিচালক সাঈদ আনোয়ার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশ প্রমুখ।
Leave a Reply