যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছায় চলন্ত প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় অল্পের জন্য প্রাণে রক্ষা পান চালক ও মেরামতকারী। ঘটনাটি ঘটেছে, পৌরসদরের কীর্তিপুর মোড় এলাকায়।
স্থানীয়রা জানিয়েছে, উপজেলার নাভারন ইউনিয়নের গুননগর গ্রামের ইউনুস আলীর মালিকানাধীন (ঢাকা মেট্টো-গ-১২-৭৯১৫) প্রাইভেটকারটি মেরামতের জন্য ঝিকরগাছায় আনা হয়। মেরামত শেষে চালক ও মেরামতকারী গাড়ি পরীক্ষার জন্য বের হয়। এসময় কীর্তিপুর নামকস্থানে পৌঁছালে গাড়ির সামনের অংশে আগুন ধরে যায়। বুঝতে পেরে আরোহী দুই জন দ্রুত নেমে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
‘মিস ফায়ারিংয়’র কারণে চলন্ত প্রাইভেটকারে আগুন ধরেছে বলে মেরামতকারী বাবু জানিয়েছেন। সম্প্রতি মালয়েশিয়া থেকে দেশে ফিরে ৫ লাখ টাকা দিয়ে প্রাইভেটকারটি কিনেছেন বলে মালিক ইউনুস আলী জানিয়েছেন।
Leave a Reply