যশোর ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা বেনাপোল সীমান্ত থেকে প্রায় ১২ লাখ টাকা মূল্যের প্রায় ৩ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন। বিজিবি’র এক প্রেসবিজ্ঞপ্তিতে জানা যায়, বিজিবির ৪৯ ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানি সদরের সদস্যরা সীমান্তে নিয়মিত টহলে ছিলো।
১৬ই জানুয়ারী বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে ভারত থেকে বিপুল পরিমাণে মাদকদ্রব্য বাংলাদেশে নিয়ে প্রবেশ করবে।এমন তথ্য সংবাদ পেয়ে বেনাপোলের মাদিপুর মধ্যপাড়া জামে মসজিদের পাশে অবস্থান নেয় বিজিবির সদস্যরা। সেখানে বিজিবি সদস্যদের দেখে চোরাকারবারীরা বেশ কয়েকটি বস্তাভর্তি ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। পরে সেগুলো উদ্ধার করা হয়।
গণনা করে দেখা গেছে ফেনসিডিল ছিল মোট ২ হাজার ৯শ ৮৮ পিস। যার বর্তমান বাজার মূল্য ১১ লাখ ৯৫ হাজার ২শ’ টাকা। প্রায় তিন হাজার বোতল ফেনসিডিল উদ্ধার
Leave a Reply