যশোর জেলার অভয়নগর উপজেলার শিল্প-বানিজ্যে ও বন্দর নগরী নওয়াপাড়া নৌ- বন্দরে অবৈধ তালিকায় থাকা ৬০টি ঘাটের মধ্যে ৩২টি ঘাটে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নৌ বন্দর কর্তৃপক্ষ। এই উচ্ছেদ অভিযান শরু হয়েছে বুধবার সকাল থেকে।
প্রথম দিনে নওয়াপাড়া ও তালতলা এলাকায় অবস্থিত ৯টি অবৈধভাবে গড়ে ওঠা ঘাট উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিরতিহীনভাবে চলে। দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ২৩টি অবৈধ ঘাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
সূত্র জানায়, অবৈধ ঘাট গুলোর কাছ থেকে সরকার দুই থেকে আড়াই কোটি টাকার রাজস্ব হারাচ্ছে।
প্রথম দিনে উচ্ছেদ হওয়া ঘাট গুলির মধ্যে রয়েছে, তালতলা এলাকায় অবস্থিত সরকার ট্রের্ডাস , তালতলা স্টোন হাউজ, এস এ এন্টার প্রাইজ, এমপি শাহিন চাকলাদারের চাকলাদার স্টোন হাউজ, নওয়াপাড়া এলাকার ব্রাইট ঘাট এক, ব্রাইট ঘাট দুই, অধিকারী ট্রের্ডাস, শংকরপাশা এলাকার রফিক গাজী ও জলিল গাজীর ঘাট।
দ্বিতীয় দিনে যেসব ঘাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনার করা হয়। সেগুলো হলো, নওয়াপাড়া ফেরীঘাট সংলগ্ন পোটন ট্রেডার্স, ইউনাইটেড ঘাট-১, ইউনাইটেড ঘাট-২, এমপি রণজিৎ কুমার রায়ের ছেলের ঘাট নিয়তী ট্রেডার্স, সরকার ট্রেডার্স ঘাট, এমপি আফিল উদ্দিনের ৬টি অবৈধ ঘাট, পরশ আটা ময়দা ও সূজীর মালিক আনিসুর রহমানের ৩টি অবৈধ ঘাট, জয়েন্ট ট্রেডিং ঘাট, ফজলু শেখ ঘাট, ইজাহার মোল্যা ঘাট ও মালোপাড়া ঘাট। বাকি ২৮টি অবৈধ ঘাটের বিরুদ্ধে ১৫ই আগষ্টের পর যে কোনো দিন পুনরায় উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে অপসারণ করা হবে বলে জানান কতৃপক্ষ।
Leave a Reply