যশোর শিল্প বন্দর নওয়াপাড়ার নোনা ঘাটে ৪টি বসত ঘরসহ গৃহপালিত ছয়টি গর্ভবতী ছাগল পুড়ে যাওয়া চার পরিবারকে নুতুন ঘর তৈরি করে দিয়েছেন নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত দাশ শান্ত। আজ বৃহস্পতিবার ০১ এপ্রিল আজ তাদের নতুন ঘর বুঝিয়ে দেয়া হয়েছে।
গত ২৭ মার্চ শনিবার রাতে নওয়াপাড়া ৪ নং ওয়ার্ডের ষ্টেশন বাজারের নোনা ঘাট পৌরসভার ৪নং ওয়ার্ডের শিল্প শহর নওয়াপাড়া নোনা ঘাট এলাকার ঘাট শ্রমিক মেহেরুন নেছার গৃহপালিত পশুসহ বসত ঘর পুড়ে যায়।ক্ষতির পরিমাণ প্রায় আট লক্ষাধিক টাকা।
ক্ষতিগ্রস্ত বাবুল উদ্দিন,মেহেরুন ও আনোয়ারা জানান,শনিবার রাত আনুমানিক ২টার দিকে ঘাট শ্রমিক মেহেরুনের গৃহপালিত পশু ছাগলের ঘরে আগুনের ফুলকি দেখা যায়। আগুনের ফুলকি ন্দ্রূত ছড়িয়ে পড়লে পাশাপাশি চারটি ঘরও পুড়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে যান নওয়াপাড়া পৌরসভা মেয়র সুশান্ত দাশ শান্ত। সমবেদনা জানানোর পাশাপাশি তিনি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন।
পুড়ে যাওয়া ঘরগলো পূনঃনির্মাণের আশ্বস্ত করেন। প্রতিশ্রুতি মতে চারটি ঘর নির্মাণ করে দেন মেয়র সুশান্ত দাশ শান্ত।আজ চারটি নতুন ঘর হস্তান্তর করা হয়। আজ নতুন ঘর পেয়ে চারটি পরিবারের লোকজন আনন্দে মহাখুশি। আমরা সুশান্ত দাশ মেয়র সাহেবের দানের কথা কোনদিন ভুলবো না।
Leave a Reply