যশোর ডিবি পুলিশ মাদক উদ্ধার অভিযানে শরিফুল ইসলাম ও মুক্তার হোসেন বাবু নামে দুই মাদক কারবারিকে ২ হাজার ২৬শ’ পিচ ইয়াবা সহ আটক করেছে। সোমবার গভীর রাতে উপশহরের সার্কিট হাউজের সামনে রাস্তায় চেক পোষ্ট বসিয়ে ইয়াবা সহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।আটক আসামীরা হলো আর এন রোড এলাকার ওহাব আলীর ছেলে শরীফুল ইসলাম ও সরকারি সিটি কলেজ পাড়ার সালাম চায়ের দোকানদারের ছেলে মুক্তার হোসেন ওরফে বাবুকে ইয়াবা সহ আটক করা হয়। ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমেন দাশ জানান,পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার পিপিএম, পিপিএম এর মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার জনাব সালাউদ্দিন শিকদার এর তত্ত্বাবধানে চেকপোস্ট বসিয়ে ২শ’পিচ ইয়াবা ট্যাবলেট ও মটরসাইকেল সহ হাতে নাতে আটক করা হয়।তাদের স্বীকারোক্তি অনুযায়ী শহরের টালিখোলা এলাকার হাসান আলীর তিন তলা ভবনের ২য় তলায় সফিকুলের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে চট্টগ্রাম থেকে অভিনব কায়দায় ইয়াবা রাখা মোটরসাইকেলের কাটা ট্যাংকি সহ আরো ২৪শ,পিচ ইয়াবা জব্দ করা হয় তাদের দখল হতে।এ সংক্রান্তে কোতোয়ালি থানায় মাদক আইনে মামলা হয়েছে।
Leave a Reply