যশোর থানাধীন বিরামপুর এলাকা থেকে অস্ত্র-গুলি ম্যাগজিনসহ মাসুদ রানা (২৮) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আটক মাসুদ রানা কোতোয়ালি থানাধীন বিরামপুর এলাকার শামছুল হকের ছেলে।
ডিবি সুত্রে জানা যায়, গত ২২/0৩/২০২১ইং সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের (ওসি) সোমেন দাশের নেতৃত্বে ও পুলিশ পরিদর্শক রুপন কুমার সরকার (পিপিএম) সহ ডিবির একটি চৌকস দল কোতোয়ালি থানাধীন বিরামপুর এলাকায় অবৈধ অস্ত্র – গুলি উদ্ধারের নিমিত্তে অভিযান পরিচালনা করেন। এ সময় তার শ্যালক কুখ্যাত মাদক সম্রাট অস্ত্রধারী মহিদুলের বসত বাড়ির ভিতরে আমগাছের গোড়া থেকে ০১ টি ৭.৬৫ বিদেশি পিস্তল,একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,অবৈধ অস্ত্র -গুলি উদ্ধার সংক্রান্তে এসআই মফিজুল ইসলাম (পিপিএম) বাদি হয়ে যশোর মডেল কোতোয়ালি থানায় এজাহার দায়ের করেন। মামলা নং- ১৩৭, তারিখ :২৩/০৩/২০২১ ইংরেজি। ধারা ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ – এ রুজু করা হয়।
Leave a Reply