যশোর জেলা পুলিশের পক্ষ থেকে কর্মহীন একশ’ হোটেল শ্রমিকের মাঝে খাদ্যপণ্য বিতরণ করা হয়েছে। বুধবার বিকেল পাঁচটার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এই খাদ্য বিতরণ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জাহাঙ্গীর আলম ও অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. বিলাল হোসাইন উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
কোতয়ালী থানার ইনসপেক্টর (অপারেশন) সুমন ভক্ত জানান, পুলিশ সুপারের পক্ষ থেকে কর্মহীন হোটেল শ্রমিকদের পরিবারপিছু দশ কেজি সাধারণ চাল, এক কেজি পোলাওয়ের চাল, সেমাই, চিনি, দুধ ও একটি করে সাবান দেওয়া হয়েছে।
Leave a Reply