1. admin@dwiptv.com : dwiptv.com :
  2. dwiptvnews2121@gmail.com : sub editor : sub editor
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:৪৩ অপরাহ্ন

যশোর জেলায় করোনা শনাক্তের হার ৪৪ শতাংশ 

 উৎপল ঘোষ (ক্রাইম রিপোর্টার) যশোর
  • আপডেট: রবিবার, ১৩ জুন, ২০২১
যশোর জেলায় করোনা শনাক্তের হার ৪৪ শতাংশ 
যশোর জেলায় করোনা শনাক্তের হার ৪৪ শতাংশ 
যশোর জেলায় প্রতিদিনই বাড়ছে করোনা শনাক্তের হার। শিল্প শহর নওয়াপাড়া পৌরসভায় লকডাউন এক সপ্তাহ দেওয়া হয়েছে। এদিকে যশোরে গত ২৪ ঘন্টায় ২৮৫ জনের নমুনা পরীক্ষা করে ১২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৪ শতাংশ। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব‍্যর্থ হলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে এ অভিমত বিজ্ঞ জনদের।
ম‍্যাস্ক ব‍্যাতিত অনেকেই  এখনো চলাফেরা করতে দেখা গেছে। এছাড়া যশোর জেনারেল হাসপাতালে ৭৬ জন রোগী ভর্তি রয়েছেন। এদিকে করোনা সংক্রমণের হার বৃদ্ধিতে হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। ফলে যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ওয়ার্ডের বেডের সংখ্যা ৪০টি থেকে ৮০টিতে বাড়ানো হয়েছে।
যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান জানান, করোনা নিয়ন্ত্রণে প্রতিনিয়ত সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা করছে প্রশাসন। গত ২৪ ঘন্টায় যশোর পৌর এলাকায় মোবাইল কোর্টে ৩৯টি মামলায় প্রায় ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। কঠোর বিধিনিষেধে সংক্রমণ কমানো সম্ভব না হলে করোনা প্রতিরোধ কমিটি শিগগির পুণরায় মিটিং করে প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নিবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আমাদের এন্ড্রয়েড এপস আপনার মোবাইলে ইন্সটল করুন।

Developer By Zorex Zira