যশোরের চৌগাছায় অজ্ঞাত যুবকের (২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেল ৫ টার দিকে লস্কারপুর শ্মশানঘাট এলাকার একটি পাট ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
চৌগাছা থানার এসআই আতিক জানান, স্থানীয়রা লাশটি দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পুলিশের ধারণা তাকে শ্বাস রোধ করে হত্যা করে ফেলে রাখা হয়েছে। লাশের মুখ টেপ দিয়ে মোড়নো ছিলো। গত রাতে কোনও এক সময়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করে এখানে ফেলে গেছে।
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
Leave a Reply