চৌগাছায় উপজেলায় তরিকুল ইসলাম (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার হয়েছে; যাকে মাদক ব্যমবসায়ী বলছে পুলিশ। তরিকুল পাশের ঝিকরগাছা উপজেলার শিবচন্দ্রপুর গ্রামের পশ্চিমপাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে।
শনিবার সকালে উপজেলার কাবিলপুর গ্রামের কপোতাক্ষ নদের পানি থেকে চৌগাছা থানা পুলিশ লাশটি উদ্ধার করে। স্থানীয়রা নদীতে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যু যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
চৌগাছা থানার ইনসপেক্টর (তদন্ত) গোলাম কিবরিয়া জানান, কীভাবে ওই যুবকের মৃত্যুস হয়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে স্থানীয়দের ভাষ্য, তরিকুল একজন মাদক সেবী ও মাদক পাচারের জোন (দিনমজুর) হিসেবে কাজ করতেন। পুলিশ কর্মকর্তা গোলাম কিবরিয়া বলেন, তরিকুলের বিরুদ্ধে চৌগাছা ও ঝিকরগাছা থানায় বেশ কয়েকটি মাদক মামলা আছে। এই মৃত্যুর ব্যাপারে তরিকুলের পরিবারের কোনো অভিযোগ নেই। এ ব্যাপারে চৌগাছা থানায় একটি অপমৃত্যুন মামলা রেকর্ড করা হয়েছে।
Leave a Reply