যশোর অভয়নগর উপজেলায় ইরি বোরো বাম্পার ফলন : জলাবদ্ধতার কারণে লক্ষ্যমাত্রা ব্যাহত। অভয়নগর উপজেলায় ইরি বোরো আবাদ এ বছর বাম্পার ফলন।কৃষকের মনে এখন আনন্দ ও খুশির জোয়ার। কৃষকরা এখন ফসল পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করছে। উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারি কৃষি কর্মকর্তা নৃপেন্দ্রনাথ মন্ডল জানান, চলতি মৌসুমে ১২ হাজার ২০০হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা ছিলো ১৩ হাজার ১০০ হেক্টর।অর্থ্যাৎ উৎপাদন ব্যাহত ১ হাজার ২০০ হেক্টর।ভবদাহ অঞ্চলে জলাবদ্ধতার কারণে কৃষকরা ইরি বোরো চাষাবাদ করতে পারেনি।পোকার আক্রমণ অন্যান্য বছরের তুলনায় এ বছর কম।
উপশি জাত – ৪ হাজার ৯০০ হেক্টর ও হাইব্রিড – ৭ হাজার ৩০০ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে।আবহাওয়া অনুকুলে থাকলে এ বছর বোরো ফসলের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কৃষি কর্মকর্তা জানান।
Leave a Reply