যশোর অভয়নগরে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নয়ন করার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে অভয়নগরে ২ দিন ব্যাপী উন্নয়ন মেলা, র্যালি ও আলোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সকালে উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে উদ্ধোধন করা হয়। পরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উদ্ধোধন সহ সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ – সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু,উপজেলা সংরক্ষিত আসনের ভাইস চেয়ারম্যান ডা: মিনারা পারভীন,সহকারি কমিশনার(ভূমি) নারায়ন চন্দ্র পাল,উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ছামদানী,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তাকে ফারুক হুসাইন,নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম,অভয়নগর থানার ওসি মোঃ মনিরুজ্জামান,ওসি তদন্ত মিলন কুমার মন্ডল সহ বিভিন্ন সরকারি – বেসরকারী দপ্তরের কর্মকর্তা – কর্মচারী সাংবাদিক ও সুধীজনেরা।আজ রবিবার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ২ দিন মেলার সমাপ্তি ঘটবে।
Leave a Reply