1. admin@dwiptv.com : dwiptv.com :
  2. dwiptvnews2121@gmail.com : sub editor : sub editor
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:০২ পূর্বাহ্ন

যশোর অভয়নগরে শাবলের আঘাতে গৃহকর্তা নিহত

উৎপল ঘোষ (ক্রাইম রিপোর্টার) যশোর :
  • আপডেট: মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
যশোর অভয়নগরে শাবলের আঘাতে গৃহকর্তা নিহত
যশোর অভয়নগরে শাবলের আঘাতে গৃহকর্তা নিহত
যশোর অভয়নগরে শাবলের আঘাতে এক গৃহকর্তা নিহত হয়েছেন।
গতকাল গভীর রাতে উপজেলার চলিশিয়া ইউনিয়নের চলিশিয়া গ্রামে গভীর রাতে এ ঘটনাটি ঘটে।এ সময় শাবলের আঘাতে গুরতর  আহত হন নিহতের স্ত্রী রিপা সরকার।নিহত দেবাশীষ সরকার উপজেলার চলিশিয়া গ্রামের গৌর চন্দ্র সরকারের ছেলে।উপজেলার রাজঘাট শিল্পঞ্চল রাজঘাট জুট ইন্ডাস্ট্রিজ (জে জে আই) মিলে হিসাব বিভাগে চাকরি করতেন।
এলাকাবাসী ও নিহতের স্ত্রী রিপা সরকার জানান,রাত আনুমানিক প্রায় তিনটার দিকে রান্না ঘরের গ্রিল কেটে ঘরের ভিতর দু’জন চোর ঢোকে।এ সময় নিহত দেবাশীষ সরকার ও গুরুতর জখম হওয়া নিহতের স্ত্রী রিপা সরকার চোরের উপস্থিতি টের পেয়ে চিৎকার দেন।তাদের আত্নচিৎকারে আশপাশের লোকজন আসার আগেই গৃহে থাকা শাবল দিয়ে দেবাশীষ সরকারের মাথায় ও নিহতের স্ত্রী রিপা সরকারকেও সনজরে মাথায় আঘাত করে পালিত যায়।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়,গতকাল দিবাগত রাত আনুমানিক প্রায় তিনটার দিকে রান্না ঘরের লোহার গ্রিল কেটে ঘরে দু’জন চোর প্রবেশ করে।এ সময় দেবাশীষ সরকারের স্ত্রী রিপা সরকার চোরের উপস্থিতি টের পেয়ে চিৎকার দেন।উভয়ে চোরকে ধরার চেষ্ঠা করলে গৃহে থাকা শাবল দিয়ে দেবাশীষ সরকারের মাথায় ও স্ত্রী রিপা সরকারের সনজরে মাথায় আঘাত করে।এতে তারা গুরুতর আঘাতের কারণে লুটিয়ে পড়েন।পালিয়ে যাওয়ার সময় দেবাশীষ সরকারের মা মিনতি সরকারকে(৬২) লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে পালিয়ে যায়।তাদের আত্নচিৎকারে আশপাশের লোকজন সেখানে উপস্থিত হওয়ার আগেই চোর পালিয়ে যায়।
প্রতিবেশিরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নিয়ে যান।আজ ভোর চারটার দিকে দেবাশীষ সরকার মৃত্যুর কোলে ঢলে পড়েন।নিহতের স্ত্রী রিপা সরকারের আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অভয়নখর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন,চুরি করতে বাঁধা দেওয়ায় চোরেরা গৃহে থাকা শাবল দিয়ে সনজরে দেবাশীষ সরকার ও তার স্ত্রী রিপা সরকারকে মাথায় আঘাত করে।পরে উপজেলার স্বাস্থ‍্য কমপ্লেক্সে ভর্তি করলে দেবাশীষ সরকার মারা যান।তার মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয‍্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।পুলিশ, ডিবি, পিবিআই ঘটনাটি তদন্ত করছে।ঘটনার সাথে জড়িত ব‍্যাক্তিদের ন্দ্রত গ্রেফতার করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আমাদের এন্ড্রয়েড এপস আপনার মোবাইলে ইন্সটল করুন।

Developer By Zorex Zira