যশোর অভয়নগরে নিজ চাচীকে হত্যার অভিযোগে আহাদুল ইসলাম বিশ্বাসকে (২৮) আটক করেছে পুলিশ। আটককৃত আসামী উপজেলার দিঘীর পাড় এলাকার আকবর বিশ্বাসের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই অভিজিৎ সিংহ জানান,উপজেলার দিঘীর পাড় গ্রামের মনিরুজ্জামান খোকনের স্ত্রী পারভীন বেগম (৪৫)গত ১৩ ফেব্রুয়ারি শনিবার বিকালে তার ভাসুর আকবর আলী বিশ্বাসের ছেলে আহাদুল ইসলামের সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাক বিতন্ড হয়।
এক পর্যায়ে শাবল দিয়ে নিজ চাচী পারভীন বেগমকে (৪৫)আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে। প্রতিবেশিরা তাৎক্ষণিকভাবে খুলনা হেলথ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।চিকিৎসাধীন অবস্থায় ১৮ ফেব্রুয়ারি বুধবার রাতে তার মৃত্যু ঘটে। মৃত্যৃর ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছাঁয়া নেমে আসে।
নিহতের স্বামী মনিরুজ্জামান খোকন জানান, আমি অভয়নগর থানায় মামলা দায়ের করলে সেই রাতেই পুলিশ আহাদুল ইসলাম বিশ্বাসকে গ্রেফতার করে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান,শাবলের আঘাতে চাচী নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের করার পর মূল আসামী আহাদুল ইসলাম বিশ্বাসকে গ্রেফতার করে যশোর হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply