যশোর অভয়নগরে গাছে বাঁধা অবস্থায় তৃতীয় লিঙ্গের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।নিহতের নাম আলমগীর হাওলাদার (৪০)।তিনি উপজেলার নওয়াপাড়া পৌরসভার বৌবাজার এলাকার শামসুর হাওলাদারের ছেলে।
৩মার্চ সকালে ধোপাদি গ্রামের উত্তরপাড়া কবিরাজের দেবদারু বাগানে দেবদারু গাছে বাঁধা একটি লাশ উদ্ধার করা হয়। এ সময় গলায় প্যান্ট পেচানো ও ফাঁস দেওয়া ওড়না কাপড়ের বেল্ট দিয়ে হাত-পা বাঁধা বিবস্ত্র অবস্থায় ছিল লাশটি।
নিহতের পরিবার জানান, আলমগীর হাওলাদার (৪০)তৃতীয় লিঙ্গের(হিজরা) কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। মঙ্গলবার বিকেলে বাসা থেকে বেরিয়ে রাতে আর ফিরে আসেনি।গতকাল দুপুরে থানা পুলিশ খবর পেয়ে লাশ সনাক্ত করেছে তারা।
অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, লাশের নাম ও পরিচয় পাওয়া গেছে।নিহতের নাম আলমগীর হাওলাদার। হত্যাকান্ডের কারণ সম্পর্কে তারা কিছুই জানতে পারেনি।কে বা কারা কি উদ্দেশ্যে হত্যা করেছে পুলিশ তা খতিয়ে দেখছে। ময়না তদন্তের জন্য লাশ যশোর মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply