যশোরে ২০২ জনের নমুনা পরীক্ষা করে ৪৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে ২ জুন ঘোষিত করোনা টেস্টের ফলাফলে বিষয়টি জানানো হয়েছে।
যবিপ্রবির ল্যাবে মোট ২৩৬ জনের নমুনা পরীক্ষা করে ৪৯ জনের করোনা পজেটিভ এবং ১৮৭ জনের নেগেটিভ ফলাফল এসেছে। যারমধ্যে যশোরের ২০২ জনের নমুনার মধ্যে ৪৩ জন, মাগুরার আটজনের মধ্যে তিনজন ও নড়াইলের ২৬ জনের নমুনা পরীক্ষা করে তিনজনের কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে।
অর্থাৎ, যবিপ্রবির ল্যাবে মোট ২৩৬ জনের নমুনা পরীক্ষা করে ৪৯ জনের করোনা পজেটিভ এবং ১৮৭ জনের নেগেটিভ ফলাফল এসেছে।
যবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ জানান, পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য সংশ্লিষ্ট জেলারগুলোর সিভিল সার্জন অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে।
Leave a Reply