যশোরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীক্ষায় আরো ৩৫ ব্যক্তির শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে। এদের মধ্যে যশোর জেলার ৩১ এবং বাকি চারজন মাগুরার বাসিন্দা।
বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ জানান, মঙ্গলবার তাদের ল্যাবে দুই জেলার মোট ১৯৫টি নমুনা পরীক্ষা করা হয়; যেগুলো সন্দেহভাজন করোনা রোগীদের শরীর থেকে সংগ্রহ করা হয়েছিল। পরীক্ষায় দেখা যায়, এদের মধ্যে ১৬০ জনের শরীরে করোনাভাইরাস নেই।
এদিন যশোর জেলার ১৮৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩১টি পজেটিভ রেজাল্ট দেয়। আর মাগুরার ১২টি নমুনার মধ্যে চারটিতে করোনাভাইরাস পাওয়া যায়। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত ফলাফল সংশ্লিষ্ট দুই জেলার সিভিল সার্জনের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।
স্বাস্থ্য বিভাগের হিসেব মতে, মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত যশোর জেলায় পাঁচ হাজার ৯৮৯ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন পাঁচ হাজার ৭২ জন। মারা গেছেন ৬৮ জন। হাসপাতালে ২২ এবং বাড়িতে ৮২৭ জন চিকিৎসা নিচ্ছেন।
Leave a Reply