যশোর সদরে শিশু সন্তাকে গরম চামচের ছাঁকা দেওয়ার অভিযোগে সনিয়া খাতন (২২) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে শহরের পালপাড়া সাদেক মোল্যার বাড়ির ভাড়াটিয়া ও রিকসাচালক বিপুল হোসেনের স্ত্রী।
কোতয়ালী মডেল থানার ওসি তাজুল ইসলাম জানান,গত বুধবার বিকেল প্রায় পাঁচ টার দিকে সোনিয়ার ছেলে সামির হোসেন (৪) প্রতিদিনের ন্যায় খেলার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়।
কিন্তু মায়ের কথা না শুনে খেলা করতে গেলে সোনিয়া ক্ষীপ্ত হয়ে তাকে ধরে নিয়ে ঘরের মধ্যে নিয়ে আসসেন।এরপর ষ্টিলের চামচ গরম করে শিশুকে জাপটে ধরে শরীরের বিভিন্ন স্থানে ছাঁকা দেয়।শিষশুটির আত্নচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং তাৎক্ষণিকভাবে জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
তিনি আরো বলেন,এ ঘটনায় সামিরের পিতা বিপুল হোসেন সন্তান হত্যার চেষ্টার অভিযোগ এনে স্ত্রীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে সোনিয়া খাতুনকে তার বাসা থেকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply