যশোরের বহুল আলোচিত বহিস্কৃত যুবলীগ নেতা মাজহারুল ইসলামকে আটক করেছে পুলিশ। তিনটি চেক ডিজঅনার মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় বুধবার ৮জুন সন্ধ্যায় যশোর সদর উপজেলার মনোহরপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
তথ্যনুসন্ধানে জানা যায়, মাজারুলের বিরুদ্ধে প্রধান শিক্ষককে গালিগালাজসহ হত্যার হুমকির একটি অডিও ফাঁস হয়। যা নিয়ে সারাদেশে তোলপাড়েরর সৃষ্টি হয়। একপর্যায়ে সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাজহারকে সাময়িক বহিস্কার করে জেলা যুবলীগ।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানান, মাজহারুল ইসলামের বিরুদ্ধে ঢাকার আদালতে দায়ের করা তিনটি মামলায় ওয়ারেন্ট ছিলো। সেই ওয়ারেন্টের প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে।
Leave a Reply