যশোরে পিতার চালিত ট্রাকে প্রাণ গেল চাচাতো ভাই ও এক শিশু কণ্যা
যশোরে পিতার চালিত ট্রাকে প্রাণ গেল দুই বছরের চাচাতো ভাইসহ এক শিশু কন্যার (৪)। ঘটনাটি ঘটেছে গতকাল ১৭ জুলাই রবিবার সকালে সদর উপজেলার নরেন্দ্রপর ইউনিয়নের জিরাট গ্রামে।
যশোর কোতয়ালি থানার (ওসি) তাজুল ইসলাম জানান, জিরাট গ্রামের সরদার পাড়ায় কামাল হোসেন নামে এক ব্যক্তি নিজের ট্রাক নিয়ে বের হওয়ার সময় পিছনের দিকে চালালে চাপা পড়ে দুই শিশু। ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। নিহতরা হচ্ছে ট্রাক চালক কামাল হোসেনের মেয়ে তায়িবা (৪) ও তার ভাই জামাল হোসেনের ছেলে হুরাইয়া (২)।
ওসি আরও জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে শিশু দুই জনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply