আগামীকাল বুধবার পঞ্চম ধাপে খুলনা বিভাগের ৭১ টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। যশোরে ২৬টি ইউনিয়ন পরিষদ (সদর উপজেলায় ১৫টি ও কেশবপুরে ১১টি)রয়েছে।পঞ্চম ধাপে খুলনা বিভাগে ৭১ টি সহ সারাদেশে ৭শ’৭ ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে।গতকাল নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হয়েছে।ভোটাররা এখন ভোট কেন্দ্রে যেয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার অপেক্ষায় আছেন।এ ক্ষেত্রে মধ্যরাত ১২টার পর প্রচার চালানো যাবে না।
নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব আতিয়ার রহমান জানিয়েছেন,প্রার্থীদের বিষয়টি অবহিত করার জন্য ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা পাঠানো হয়েছে।আইন অনুযায়ী,ভোটগ্রহণ শুরুর ৩২ঘন্টা আগে নির্বাচনী প্রচার কাজ বন্ধ করতে হবে।ভোট গ্রহণ শুরু হবে ৫ জানুয়ারি সকাল ৮ টায়।শুধু তাই নয়,কোন মিছিল,বিজয় মিছিল,মশাল মিছিল আনন্দ র্যালিও করা যাবে না।পঞ্চম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১শ,৯৩ জন প্রার্থী।এদের মধ্যে চেয়ারম্যান পদে ৫২ জন,সংরক্ষিত নারী সদস্য পদে ৩২ জন এবং সাধারণ সদস্য পদে ১০৯ পার্থী রয়েছেন।প্রার্থীতা প্রত্যাহারের শেষে এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ হাজার ২০৭ জন,সংরক্ষিত নারী সদস্য পদে ৭ হাজার ৮০৪জন ও সাধারণ সদস্য পদে ২৪ হাজার ৮৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
যষ্ঠ ধাপের ভোট হবে ৩১ জানুয়ারি ও সপ্তম ধাপে নির্বাচন হবে ৭ ফেব্রুয়ারি ভোট গ্রহণ করবে ইসি।
Leave a Reply