গত ডিসেম্বর মাসে অপরাধ পর্যালোচনায় সভায় রেঞ্জ ডিআইজির শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করলেন যশোরের দুইজন পুলিশ কর্মকর্তা। গতকাল দুপুরে অপরাধ পর্যালোচনা সভায় মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকাণ্ড পর্যালোচনা করে খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে রেঞ্জ শ্রেষ্ঠ সার্কেল হিসেবে যশোর ‘ক’- সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন ও শ্রেষ্ঠ থানা হিসেবে যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলামকে পুরস্কৃত করা হয়।
পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি ড:খন্দকার মুহিদ উদ্দিন ও যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদ্দারসহ রেঞ্জের অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
Leave a Reply