1. admin@dwiptv.com : dwiptv.com :
  2. dwiptvnews2121@gmail.com : sub editor : sub editor
বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০১:২৯ পূর্বাহ্ন

লিও মোঃ শিপন হোসাইন’কে চাটার্ড প্রেসিডেন্ট ও লিও রাহুল দাশ’কে চার্টার্ড সেক্রেটারি করে ২০২১-২২ এর সেবাবর্ষের নব গঠিত কমিটি ঘোষণা 

নিজেস্ব প্রতিবেদক :
  • আপডেট: মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
লিও মোঃ শিপন হোসাইন'কে চাটার্ড প্রেসিডেন্ট ও লিও রাহুল দাশ'কে চার্টার্ড সেক্রেটারি করে ২০২১-২২ এর সেবাবর্ষের নব গঠিত কমিটি ঘোষণা 
লিও মোঃ শিপন হোসাইন'কে চাটার্ড প্রেসিডেন্ট ও লিও রাহুল দাশ'কে চার্টার্ড সেক্রেটারি করে ২০২১-২২ এর সেবাবর্ষের নব গঠিত কমিটি ঘোষণা 

আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট এর স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট এর ২০২১-২২ সেবাবর্ষের নব-গঠিত কমিটিতে লিও মোঃ শিপন হোসাইন কে চাটার্ড প্রেসিডেন্ট, লিও রাহুল দাশ কে চার্টার্ড সেক্রেটারি ঘোষনা করে ২৫ সদস্যের পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দেন লিও ক্লাব এডভাইজর লায়ন মোঃ আশিকুল আলম আশিক। পূর্নাঙ্গ কমিটির অন্যান্যরা হলেন, কো- এডভাইসর লায়ন সাদেকুর রহমান, লায়ন সাজ্জাদ হোসেন, লায়ন রিফাত, ভাইস প্রেসিডেন্ট লিও সৈয়দ ইনতিশার নবী শরন, ভাইস প্রেসিডেন্ট লিও সেলিনা ইসলাম মুনা, ভাইস প্রেসিডেন্ট লিও মোঃ জিসান মাসুদ, জয়েন্ট সেক্রেটারি এডমিন লিও আব্দুল আল মামুন, জয়েন্ট সেক্রেটারি প্রজেক্ট লিও মোঃ আকরাম হোসেন, জয়েন্ট সেক্রেটারি প্রজেক্ট লিও নুরুল মোস্তফা রাহাত, ট্রেজারার লিও মোঃ সাজ্জাদ হোসাইন, জয়েন্ট ট্রেজারার এডমিন লিও মোঃ আরিফুল ইসলাম, জয়েন্ট ট্রেজারার প্রজেক্ট লিও খোরশেদুল আনোয়ার নাঈম, জয়েন্ট ট্রেজারার প্রজেক্ট লিও মোঃ জোনাইদ সিদ্দিক, টেইল টুইস্টার লিও তৌহিদ তুহিন, জয়েন্ট টেইল টুইস্টার এডমিন লিও হারিছুর রহমান রুবেল, টেমার লিও মোঃ মোজাম্মেল আহমেদ, স্টিটার কো-অর্ডিনেটর লিও তিথি দে শ্রুতি, জয়েন্ট স্টিটার কো-অর্ডিনেটর জেসমিন আক্তার, আইটি কো-অর্ডিনেটর লিও আরিফুল ইসলাম, কালচারাল কো-অর্ডিনেটর লিও সীমা নাথ মিথিলা, এক্সিকিউটিভ মেম্বার লিও আবু বক্কর, লিও সজীব, লিও ফয়সাল, লিও সজীব দে, লিও ইরফান, লিও সাকিব সহ প্রমুখ।

সভায় সভাপতি তার বক্তব্যে বলেন, এ বছরের লায়ন্স জেলা গভনর লায়ন আল সাদাত দোভাস এম জে এফ ও লিও জেলা সভাপতি লিও  আফিফা ইসলাম যে ডাক দিয়েছে “মানবতায় মানবসেবায় ” তার উপর কাজ করে যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আমাদের এন্ড্রয়েড এপস আপনার মোবাইলে ইন্সটল করুন।

Developer By Zorex Zira