মৃত্যুর আগে মনিরুজ্জামানের শেষ কথা
আমার কলিজার টুকরা মেয়েটার মুখ আর দেখা হবে না—
‘আমার শরীর পুড়ে গেছে। আমি হয়তো আর ফিরব না। আমার কলিজার টুকরা মেয়েটার মুখ আর দেখা হবে না মামা। তুমি একটু দেখে রাখিও।’দুই মাস বয়সী মেয়েটার জন্য শেষ আকুতি তার মামার কাছে প্রকাশ করেছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতদের মধ্যে পাঁচজন ফায়ার সার্ভিসকর্মী। তাদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
তার নাম মো. মনিরুজ্জামান। তিনি কুমিরা ফায়ার স্টেশনে নার্সিং অ্যাটেনডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটের সাতবাড়িয়া ইউনিয়নে নাইয়ারা গ্রামে। মৃত্যুর পূর্বে উ্ক্ত কথাই ছিল তার শেষ কথা।
আল্লাহপাক আপনি আমাদের সকলকে হেফাজত করুন।
হে পরওয়ারদিগার নিহতদের শাহাদাতের মর্যাদা দান করুন, আহতদের দ্রুত শেফা দান করুন, তোমার রহমতের চাদরে আবৃত রাখুন। আমিন।
Leave a Reply