মুন্সীগঞ্জ সদরে লঞ্চের পল্টুন থেকে ধলেশ্বরী নদীতে পড়ে মো. মুসলিবিন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুন) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। মুসলিবিন লঞ্চঘাটের কাছের হাটলক্ষ্মীগঞ্জ এলাকার হাফেজ দেলোয়ার হোসেনের ছেলে। তিনি একজন দিনমজুর।
জানা গেছে, সকাল ৮টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার লঞ্চের পল্টুন থেকে ধলেশ্বরী নদীতে পড়ে যান মুসলিবিন। পরে সকাল সাড়ে ১০টা থেকে উদ্ধার অভিযানে নামে নারায়ণগঞ্জ নদীবন্দর বিআইডাব্লিটিএর ডুবুরি দল। এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা সাড়ে ১১টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) কাজল দাস বলেন, উদ্ধার হওয়া যুবক কিভাবে নদীতে পড়ে গেল বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Leave a Reply