মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার কমলাঘাট বন্দর শিল্প ও বনিক সমিতির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০জুন বুধবার বেলা দুপুর সাড়ে বার টার সময় হাতিমারা ফাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তবিদ রহমান সহ এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, কমলাঘাট বন্দর শিল্প ও বনিক সমিতি সভায় বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী সুশান্ত কুমার তালুকদার ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ লিটন ও হাজি ফয়েজ মাদবর, মোঃ বসির আহামেদ, আলহাজ্ব মুকুল, ইসমাইল হোসেন, হাজী কাউসার, মোঃ খসরু রোমান, খালেক মৃধাসহ অন্যান্য প্রমুখ।
Leave a Reply