মুন্সীগঞ্জ সদরের বজ্রযোগিনী এলাকায় বেপরোয়া গতির মোটরসাইকেল ধাক্কায় আবুল বাশার মোল্লা (৮৮) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৬ জানুয়ারি) সকাল ১০ টার দিকে বজ্রযোগিনী ইউনিয়নের ভট্টাচার্য পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করে বেলা ১১ টার দিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি। নিহত আবুল বাশার মোল্লা (৮৮) মুন্সীগঞ্জ সদরের বজ্রযোগিনী ইউনিয়নের ভট্টাচার্য পাড়া এলাকার মৃত জলিল মোল্লার পুত্র। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম ফেরদৌস হাসান জানান, গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় শেফার্ড করা হলে পথিমধ্যে তার মৃত্যু হয়। বর্তমানে নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় নিহত বৃদ্ধ ছাড়াও মোটরসাইকেল চালক আহত হয়েছে বলে জেনেছি। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply