মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার রিকাবী বাজার পূর্বপাড়া নিবাসী মান্নান মেম্বারের বড় ছেলে মোঃ সালাউদ্দিন আহম্মেদ ( ৫৮ )হৃদরোগে আক্রান্ত হয়ে ৩\০৯\২০২১ রোজ শুক্র বার রাত ৭:৩০ মিনিটে নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্নালিল্লাহির রাজিউন) । তিনি ১ ছেলে ও মেয়ে সহ অগনিত আত্মীয় স্বজন গুন গ্রাহি রেখে গেছেন ।
তার এই মৃত্যুতে অতিরিক্তি আইজিপি মোঃ মাহাবুব হোসেন গভীর শোক প্রকাশ করেছেন । তাছাড়া মিরকাদিম পৌরসভার সাবেক প্যানেল মেয়র হাজী আবদাল হোসেন ও মিরকাদিম পৌরসভার ৫ নং ওয়ার্ডের নবনিবার্চিত কাউন্সিলার মোঃ ইদ্রিস আহম্মেদ টুলু গভীর শোক প্রকাশ করেছেন ।
Leave a Reply