মুন্সীগঞ্জের সদর উপজেলার মদিনা বাজার সংলগ্ন আজিমপুরা এলাকায় যাত্রীবাহি বাসের সাথে পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী ও বাসচালক সহ ১০ আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ মে) বিকাল ৪ টা’র দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাস ও ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্থ হয়। এসময় বাসে থাকা যাত্রী ও বাসচালক সহ ১০ জন আহত হন। এর মধ্যে ৩-৪ জনের অবস্থা গুরুতর।
প্রত্যক্ষদর্শীরা জানান, দিঘীরপাড় ট্রান্সপোর্টের একটি যাত্রীবোঝাই বাস ঢাকা থেকে দিঘীরপাড়ের দিকে যাচ্ছিলো। বিপরীত থেকে আসা পণ্যবাহী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট ১৬-৩৮৩৬) সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
মুন্সিগঞ্জ সদর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নির্মল জানান, আহত ব্যক্তিদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে বিভিন্নভাবে চিকিৎসা দেয়া হয়। আহতদের মধ্যে ৩-৪ জনের অবস্থা গুরুতর। বাকিরা প্রাথমিকভাবে চিকিৎসা শেষে বাড়ি ফিরে গিয়েছেন
Leave a Reply