মুন্সীগঞ্জে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব থেকে রক্ষার জন্য মুন্সীগঞ্জ জেলার বহিবিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীদের নিয়ে গঠিত সংগঠন “প্রবাসী ও ফেরত প্রবাসী কল্যাণ পরিষদ” মাক্স বিতরণ করেছে।
আজ (৯ আগস্ট) সোমবার দুপুর ১২টার দিকে জেলা প্রসাশক কাজী নাহিদ রসুল হাতে ৬ হাজার মাস্ক তুলে দেয়া হয়। জেলার ৬টি উপজেলায় এ মাস্ক প্রদান করা হবে। এ সময় আরও উপস্থিত অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক ) মো.নোমান হোসেন, প্রবাসী ও ফেরত প্রবাসী কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা শফি উদ্দিন ভান্ডারী, উপদেষ্টা সিরাজুল ইসলাম ঢালী, উপদেষ্টা ও সাংবাদিক মো. নাজির হোসেন ও মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
প্রবাসী ও ফেরত প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি – মাসুদ রানা জানান, আমাদের এ সামাজিক কল্যাণ সংগঠনটি মানুষের কল্যাণে কাজ করে। আমরা প্রবাসে থেকে দেশের মানুষের জন্য কাজ করছি। আমরা সবসময়ই কল্যাণের জন্য কাজ করবো। আমরা সকলের দোয়া চাই।
Leave a Reply