মুন্সীজেলার টঙ্গীবাড়ী উপজেলার বিশিষ্ট সমাজ সেবক ও ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মিসেস খাদিয়া জামালের মাতা, সাবেক ধীপুর ইউনিয়ন পরিষদের মেম্বার স্ত্রী মোসাম্মদ আমেনা বেগম (৭৮) আজ মঙ্গলবার ১০ই আগষ্ট বিকাল ৪:১০মিনিটে ঢাকা বঙ্গবন্দ্বু হাসপাতালে ইন্তেকাল করছেন ।(ইন্নালিল্লাহে ওয়া ইন্নালিল্লাহির রাজিউন) ।
তিনি ৫ ছেলে ও ৬ মেয়ে সহ অগনিত আত্মীয় স্বজন গুন গ্রাহি রেখে গেছেন। মরহুমের জানাজা ধীপুরের রায়ভোগ জামে মসজিদে শেষে রায়ভোগ কবর স্হানে তার স্বামী মহুরম কাদির মেম্বারে কবরের সাথে দাফন করা হবে । তিনি দীর্ঘদিন শ্বাস কষ্ট জনিত রোগে ভুগছিলেন পারিবারিক সুত্রে জানা যায় ।
Leave a Reply