মুন্সীগঞ্জে দ্বিতীয় দফার হামলায় ৫টি বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মহেশপুর গ্রামে এই লুটপাটের ঘটনা ঘটে। এ সময় সৌদি রিয়াল ছাড়াও প্রবাসী বদুরুজ্জামান বদুর ঘর থেকে নগদ একলাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকার লুটে নেয় দুর্বৃত্তরা। এছাড়াও ইউপি সদস্য শফিকুর রহমানের বসতঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালিয়ে টিভি ফ্রিজসহ নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয় তারা।
ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান, ভোরে স্থানীয় জাহাঙ্গীর ও ইউসুফের সন্ত্রাসী বাহিনীর খালিল ফকির, ফয়সাল ফকির ও ইকবাল সরকারসহ ৪০/৫০ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল গ্রামে হামলা চালিয়ে এই লুটপাট করে। এ সময় হামলাকারীরা প্রায় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়। বর্তমানে পুরো ইউনিয়ন জুড়ে পুলিশ মোতায়েন রয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, সকালে ঘটনার পর থেকে ইউনিয়নটির গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply