মুন্সীগঞ্জে ভাবি হেলেনা বেগম (৫০) ছুড়িকাঘাত করে গুরুতর জখম করলো দেব মুক্তার হোসেন (৩৮) । শুক্রবার সকালে শহরের উত্তর ইসলামপুর এলাকা এই ছুড়িকাঘাতের ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর অবস্থায় ভাবি হেলেনা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, উত্তর ইসলাপুর এলাকার মৃত মন্নাফ মিয়ার ছেলে সিরাজ মিয়া ও মুক্তার হোসেন আপন দুই ভাইয়ের মধ্য জমি জমা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিলো।
সেই বিরোধকে কেন্দ্র করে শুক্রবার সকালে বড়ভাই সিরাজ মিয়া স্ত্রী হেলেনা বেগমের সাথে অভিযুক্ত দেবর মোক্তার হোসেনের কথা কাটকাটির এক পর্যায়ে ধাড়ালো ছুড়ি দিয়ে পিঠে আঘাত করলে গুরুতর জখম হয় হেলেনা বেগম । পরে আসে পাশের লোকজন এগিয়ে এসে তাকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎস উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। এব্যাপারে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু বক্কর সিদ্দিক বলেন,ছুড়িকাঘাতের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সাথে জড়িতকে গ্রেপ্তারের মাঠে নেমেছে পুলিশ।
Leave a Reply