মুন্সীগঞ্জে তৃতীয় লিঙ্গ (হিজরা) ও বেদে সম্প্রদায়ের ৩শ পরিবারের মাঝে ঈদ উপহার খাদ্য ও নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজির ও উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুর রহমান বিবিএম পিপিএম বার।
মঙ্গলবার দুপুরের উত্তরণ ফাউন্ডেশন ও জেলা পুলিশের আয়োজনে জেলার সিরাজদিখান বাজার এলাকায় বেদে পল্লীতে ২৬৫ জন বেদে ৩৫ জন তৃতীয় লিঙ্গ (হিজরা) সম্প্রদায়ের মাঝে এসব ঈদ উপহার খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এছাড়াও তিনি সিরাজদিখানের রাজানগর ও শ্রীনগরের বেদে সম্প্রদয় পরিবারে মাঝে ঈদ উপহার বিতরণ করেন। পরে তিনি ঘুরে ঘুরে বেদে সম্প্রদায়ের পরিবার গুলোর সার্বিক খোজ খবর নেন।
এসময় আরো উপস্থিত ছিলেন,মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল মোমেন পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল,অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোঃ রাজিবুল ইসলামসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা বৃন্দ।
Leave a Reply