মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ সদরের সিপাহীপাড়া-মিরকাদিম সড়কে ট্রাকচাপায় এক শিশু নিহত হয়েছে। বুধবার বিকেলে সদর উপজেলার রামপাল ইউনিয়নের কাঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, নিহত স্কুল ছাত্র আপন (১০) পঞ্চসারের বাইন্নাবাড়ি নামক এলাকার আল আমিন সৈয়ালের ছেলে। সে পঞ্চসারের ভট্টাচার্যের বাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। দুর্ঘটনার পর স্থানীয় এলাকাবাসী উত্তেজিত জনতা সিপাহীপাড়া-মিরকাদিম সড়ক ও বনিক্যপাড়া এলাকার মুক্তারপুর-মাওয়া সড়ক আটকে যান চলাচল বন্ধ করে দেয়। পরে স্থানীয় সাংসদ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি ও মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব সহ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নিহত পরিবারের বাড়িতে গিয়ে শোক সন্তুপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা ও সমবেদনা জানান। পরিবার সূত্রে জানা যায়, দুপুরে বাসা থেকে সাইকেল চালাতে বের হয় আপন। সাইকেল নিয়ে সে কাঠালতলা এলাকায় সড়কে পৌছালে একটি বালুবাহী ট্রাক তাকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনাস্থল থেকে মুন্সীগঞ্জ সদর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, দূর্ঘটনার খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধারের পর মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় সেটি আটক করা যায়নি। তবে একই রকম দুইটি ট্রাক আটক করা হয়েছে। যাচাই বাছাই শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
Leave a Reply