মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ মুক্তারপুরে কোমল পানীয় বোঝাই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে সিএনজি চালিত অটোরিকশাকে দিলে এক যাত্রী নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে মুক্তারপুর এলাকার ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।
সদর ট্রাফিকের ইনচার্জ বজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে কোমল পানীয় বোঝাই একটি ট্রাক মুন্সীগঞ্জ শহরে আসছিলো।
পথিমধ্যে মুক্তারপুর এলাকার সেতুর ঢালে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকটি সেখানে থাকা সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। ঘটনাস্থলেই এক যাত্রী মারা যায়। তার পরিচয় জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ট্রাফিক পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে।
Leave a Reply