মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে দূর্গাপূজা উপলক্ষে মুসলিম ও হিন্দুধর্মালম্বীদের মাঝে বস্ত্র,শাড়ি ও শার্ট বিতরণ
মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার আবদুল্লাহ পুর ও মিরকাদিম পৌরসভার সুধারচর এলাকায় মুসলিম ও হিন্দুধর্মালম্বীদের মাঝে বস্ত্র ,শাড়ী ও শাট বিতরন করেন । আবদুল্লাপুরে শ্রী শ্রী আখড়া গিরিধারী মন্দির ও কীর্তন মন্দিরের সাধারণ সম্পাদক রতন ঘোষের উদ্দ্যোগে হতদরিদ্র মুসলিম ও হিন্দুধর্মালম্বী ১হাজার পরিবারের মাঝে বস্ত্র,শাড়ি ও শার্ট বিতরন করা হয়।
গত কাল ৩০শে সেপ্টেন্বর রোজ শুক্রবার বিকাল ৪ঘটিকার সময় আব্দুল্লাপুর ও সুধারচর এলাকায় আবদুল্লাপুরে শ্রী শ্রী আখড়া গিরিধারী মন্দির ও কীর্তন মন্দিরের সাধারণ সম্পাদক রতন ঘোষের নিজ বাস ভবনে হিন্দু ও মুসলিম পরিবারের মাঝে বস্ত্র বিতরন করেন ।
বস্ত্রও বিতরণপূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন মিরকাদিম পৌরসভার সাবেক ১নং প্যানেল মেয়র ও রিকাবী বাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি হাজি আবদাল হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ি রতন ঘোস সহ আরও অনেকে।
Leave a Reply