মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের পূর্ব হাসাইলে আজ সকাল ১১ টায় পদ্মার তীব্র স্রোতের ৮ টি ঘর নদীতে ডুবে যায়। এলাকাবাসীর সহায়তায় ৬ টি ঘর উদ্ধার হলেও ঘরে থাকা আসবাবপত্র কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি।
স্কুল,মসজিদসহ প্রায় ১০০ টির উপর বাড়ি হুমকিতে রয়েছে। আতঙ্কে দিন কাটাচ্ছে পদ্মার পাড়ে বেশ কয়েকটি পরিবার। গৃহহারা পরিবারের দাবি অতি দ্রুত নদীর তীরে বাঁধ এবং তাদের দ্রুত সাহায্য সহযোগিতা করার।
ক্ষতিগ্রস্ত আলম শেখ জানান, পদ্মা নদীর তীব্র স্রোতে নদীর গর্ভে মুহূর্তেই আমার ৩ টি ঘর চলে গেছে। ঘর উদ্ধার করতে পারলেও ঘরের বাকি জিনিস কিছুই উদ্ধার হয়নি।
পদ্মায় ঘর বিলীন হয়ে যাওয়া জেসমিন জানান, এগারোটা সময় হঠাৎ করে কিছু বুঝার আগেই ঘর নদীগর্ভে যায় অন্যের সহায়তা দড়ি বেঁধে লোকজনের সহায়তায় ঘরটি উদ্ধার করতে পারলেও ঘরের আসবাবপত্র কোনো কিছুই উদ্ধার করতে পারিনাই।
এদিকে ঝুকিতে থাকা দাতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ স্থানীয় বেশ কয়েকজন নেতাকর্মী ১ মাস পূর্বে টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নদী রক্ষার বিষয়টি তুলে ধরলেও তিনি এগিয়ে আসেননি।
হাসাইল বানারী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদার জানান, এগারোটার দিকে খবর পাই নদী ভাঙ্গন শুরু হয়েছে বেশ কয়েকটি ঘর নদীগর্ভে বিলীন হয়ে যায় এলাকার লোকজনের সহায়তায় ৬ টি উদ্ধার করতে পারলেও বাকি দুইটি ঘর উদ্ধার করতে পারেনি। ইতিমধ্যে আমি এমপি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কে জানিয়েছি তারা এখন ব্যবস্থা নিবে।
Leave a Reply