মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলায় প্রস্তাবিত পার্ক নির্মানের জন্য আলোচনা সভা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন।
এ সময় সেখানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জগলুল হালদার ভুতু, সহকারী কমিশনার (ভূমি) পারভীন খানম, উপজেলা কৃষি কর্মকর্তা জয়নুল আলম তালুকদার, মৎস কর্মকর্তা নিগার সুলতানা, উপজেলা সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস.এম. শাহ জাহান, ধীপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো: আক্তার হোসেন মোল্লা, হাসাইল-বানারী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আনোয়ার হালদার, বালিগাও ইউনিয়নের ইউপি চেয়ারম্যান দুলাল হাজী, যশলং ইউনিয়নের ইউপি আলমাছ চোকদার,
উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরাম সাধারণ সম্পাদক নবীন কুমার রায়, যুগ্ন-সাধারণ সম্পাদক স্বপন মাঝি, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, উপজেলা শিক্ষা কর্মকর্তা আন্জুমান আরা বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খালেদা পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা নার্গিস লায়লা, সহকারী প্রোগ্রামার জাকিয়া সুলতানা, সোনারং সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, টঙ্গীবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, রংমেহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হানিপুল ইসলাম, সিএ অনিক হাসান প্রমুখ।
Leave a Reply