মুন্সীগঞ্জের লৌহজংয়ে ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে ইউএনও মোহাম্মদ আবদুল আউয়ালের সভাপতিত্বে এ সভা হয়। সভায় দিবস দুটি পালনের বিভিন্ন কর্মসূচি অবহিত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, লৌহজং সরকারি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, বিক্রমপুর প্রেস ক্লাবের সভাপতি মাসুদ খান, লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলু, সাধারণ সম্পাদক মো. মানিক মিয়াসহ আরো সাংবাদিকবৃন্দ, শিক্ষক ও উপজেলা প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply