1. admin@dwiptv.com : dwiptv.com :
  2. dwiptvnews2121@gmail.com : sub editor : sub editor
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:১৩ অপরাহ্ন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে রাস্তার বেহাল দশা 

লিটন মাহমুদ, মুন্সিগঞ্জ প্রতিনিধি
  • আপডেট: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে রাস্তার বেহাল দশা 
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে রাস্তার বেহাল দশা 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে রাস্তার বেহাল দশা

মুন্সী‌গঞ্জ জেলার  টঙ্গীবাড়ী উপ‌জেলার যশলং ইউনিয়‌নের বা‌ঘিয়া ব্রীজ হইতে কালীবাড়ি পর্যন্ত প্রায়ই   তিন কি‌লোমিটার রাস্তার করুন অবস্থ. জনসাধারণের মরণ ফাঁদ  এখন এটি।এই রাস্তা দি‌য়ে ৭-৮ ওয়া‌র্ডের জন সাধারণ  হা‌টে বাজা‌র, স্কু‌ল,ক‌লেজে যে‌তে হয় জীব‌নের ঝু‌কি নি‌য়ে ।
 
 এ ছাড়া বিক্রমপু‌রের প্রধান ফসল আলু নি‌য়ে বাঘিয়া বাজা‌রে মদিনা হিমাগ‌ারে জীব‌নের ঝু‌কি নি‌য়ে কৃষকরা  সংরক্ষণের জন্য আসে ।
বর্তমান  যশলং ইউ‌পি  চেয়ারম্যান মো:  ইসমা‌হিল হো‌সেন বাবু   আমা‌দের   কে জানান, বা‌ঘিয়া  হইতে কালীবাড়ি পযর্ন্ত রাস্তার বেহাল অবস্হা ,এ সন্প‌র্কে আ‌মি প্রতিটা মা‌সিক সভায় উপস্হাপন করি এবং উপ‌জেলা প্রশাসন ব‌লেন, আমা‌দের ন‌লে‌জে আ‌ছে এই ব‌লে  এ‌রি‌য়ে যান । তি‌নি আ‌রো ব‌লেন ,বা‌ঘি‌য়া বাজার থে‌কে পুরা স্কুল পযর্ন্ত রাস্তার এক অবস্থা।
৪-৫-৬ ওয়ার্ডের ইউ পি সদস্য আয়েশা বেগম বলেন কয়েকদিন পর পর রিক্সা ও অটো একসিডেন্ট হয় মানুষ জীবনের ঝুকি নিয়ে এই রাস্তায় চলাচল করে।কলেজ ছাত্রীরা জানান আমাদের কলেজে যেতে অনেক বিপদের সম্মুখিন হতে হয়, কারন রাস্তা ভাঙা ঠিক সময় মতো কলেজে যেতে পারিনা। একজন আ‌টো রিকসা চালক ফয়সাল জানান ব‌লেন ভাই জী‌বিকার তা‌গি‌দে জীব‌নের মায়া ছে‌ড়ে এই ঝু‌কিপূর্ন রাস্তা দি‌য়ে গাড়ী চালা‌ই । তাই জনগ‌নের একটাই দা‌বি অ‌তি দ্রুত এই মরন ফাঁদ রাস্তা‌টির যেন মেরামত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আমাদের এন্ড্রয়েড এপস আপনার মোবাইলে ইন্সটল করুন।

Developer By Zorex Zira